কখনও পুজো, কখনও মেলা, কখনও আবার অন্য কোন অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হয়ে গেলেও কাঠামো খুলছে না, আর এর জেরে মাঠের মধ্যে বড় বড় গর্ত তৈরী হচ্ছে। আবার সন্ধ্যা নামলেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয় গোটা মাঠ। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠের এই দুরবস্থা ঘোচাতে এবার আন্দোলনে নামল খুদেরা। তাদের সঙ্গ দিলেন অভিবাবকরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে মাঠেই বিক্ষোভ দেখাল খুদেরা। তাদের মতো করে খুদেরা শ্লোগান দিয়ে তাদের খেলার মাঠ ফিরে পেতে আন্দোলনে সামিল হল।
দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বড় বড় গর্তে শুধু খুদেরা নয় প্রবীণরাও দুর্ঘটনার মুখে পড়ছেন, ভয়ে ঘরের সামনে মাঠ থাকা সত্ত্বেও যেতে হচ্ছে অন্য মাঠে সেটাও অনেকটা দূরে। মঙ্গলবারের খুদেদের এই বিক্ষোভকে সমর্থন করে দুর্গাপুরের সুশীল সমাজ সাধুবাদ জানান। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমিও এই পাড়ার ছেলে। আমার ছেলেও এই মাঠে খেলাধুলা করেছে। আমি সব সময় চাই চতুরঙ্গ মাঠে খেলাধুলা যেমন হোক তেমনই বিভিন্ন অনুষ্ঠান মেলা সময় মতো সব কিছু হোক। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অনুষ্ঠান শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়। এডিডিএ-এর পক্ষে সব কিছু একার পক্ষে দেখা সম্ভব নয়। চতুরঙ্গ মাঠে পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষকে মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন অনুষ্ঠান শেষে কেমন করছে সংশ্লিষ্ট সংস্থাগুলি সেই সব নজরদারিও রাখতে হবে।’ এখন এই খুদেদের প্রতিবাদ শহরের প্রশাসনিক কর্তাদের কানে কতটা পৌঁছোয় সেটাই দেখার বিষয়।