ফের ছেলে ধরা সন্দেহে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। তিন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সোমবার সকালে সন্দেহভাজনদের পিছু ধাওয়া করে এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সগড়ভাঙার মুসলিম পাড়ায়। জানা গেছে, জনতার ধাওয়া খেয়ে দু’জন পালিয়ে গেলেও একজনকে স্থানীয় মানুষ ধরে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় মানুষের অভিযোগ, সোমবার সকালে সগড়ভাঙার মুসলিম পাড়ায় তিন ব্যক্তিকে কাঁধে প্লাস্টিকের ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় মানুষ। এলাকার মানুষজন সন্দেহজনকভাবে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে ধাওয়া করলে তিন জনই দৌড়ে পালাতে যায়, কিন্তু দু’জন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায়। ধৃত ব্যক্তির কাছে একটি বড় প্লাস্টিকের ব্যাগ ছিল এবং হাতে বিস্কুটের প্যাকেট ছিল বলে জানা গেছে।স্থানীয় মানুষ ওই বিস্কুটের প্যাকেট খুলে ধৃতকে বিস্কুট খেতে বললে ধৃত ব্যক্তি ওই বিস্কুট না খাওয়ায় স্থানীয় মানুষের সন্দেহ আরও বেড়ে যায়।এরপরেই ধৃতকে পুলিশের হাতে তুলে দিতে কোক ওভেন থানায় খবর দেন স্থানীয় মানুষ। স্থানীয় মানুষের অভিযোগ, ছেলে ধরার আতঙ্কে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।তাই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় আমরা ধাওয়া করি সন্দেহভাজনদের। ধৃতের আসল পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে স্থানীয় মানুষের দাবি।

Like Us On Facebook