দামোদরের ক্যানেলে জলে তলিয়ে গেল ফুটফুটে তিন বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দুর্গাপুরের কোকওভেন থানার আনন্দপুরে দামোদর ক্যানেল পার এলাকায়। জানা গেছে, বুধবার সকাল আটটার সময় বাপ্পা ও সুমিতা চক্রবর্তীর একমাত্র সন্তান বিশ্বজিৎ(৩) ঘুম থেকে উঠে মা-বাবার অগোচরে একাই দামোদর ক্যানেলে মুখ ধুতে গিয়ে তলিয়ে যায় ক্যানেলের জলে। সঙ্গে কেউ না থাকায় জল থেকে উঠতে পারে নি শিশুটি।
জানা গেছে, মা ও বাবা বাড়িতে ছিলেন সেই সময়। বেশ কিছুক্ষণ ছেলের খোঁজ না পেয়ে তাঁরা ক্যানেলের জলে নেমে খোঁজ করতে শুরু করেন। এরপর খবর পৌঁছয় পুলিশের কাছে। ঘন্টা পাঁচেক পর বিপর্যয় মোকাবিলা দল শিশুটিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বারে বারে স্থানীয় লোকজনকে সর্তক করা হয় দামোদর ক্যানেলের থেকে ছেলেমেয়েদের সাবধানে রাখুন। দূরে রাখুন। কিন্তু হুঁশ নেই স্থানীয় বাসিন্দাদের। তাই এই বিপত্তি ঘটেছে।