চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে মঙ্গলবার সকালে উত্তাল হল দুর্গাপুরের গান্ধী মোড়ের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতাল। দুর্গাপুরের নেতাজি নগরের বাসিন্দা শান্তনু ও ভাগ্যশ্রী ভট্টাচার্যের আড়াই বছরের মেয়ে শ্রেয়া জ্বর নিয়ে শুক্রবার হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞের অধীনে ভর্তি হয়। সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসা চালিয়েও ছোট্ট শ্রেয়ার জ্বর কমাতে না পারলে অবস্থার অবনতি হয় এবং তাকে ভেন্টিলেশনে দেয় বলে অভিযোগ শিশুটির বাবা-মা।
এদিকে সংশ্লিষ্ট চিকিৎসক শিশুটির চিকিৎসা না করে কোন আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে চলে যান বলে অভিযোগ শিশুটির পরিবারের। আড়াই বছরের ছোট্ট শিশুর শারীরিক অবস্থার কোন মেডিক্যাল বুলেটিন না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে ছোট্ট শ্রেয়ার মৃত্যু সংবাদ দেয় বলে অভিযোগ শান্তনু ও ভাগ্যশ্রীর।
এর পরেই শ্রেয়ার পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান। অবস্থা বেগতিক বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কথা চাপা দিতে শ্রেয়ার চিকিৎসার খরচ সহ দুই লক্ষ টাকা মৃত শ্রেয়ার বাবা-মাকে অফার করে বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন মৃত শিশুর মামা অভিজিৎ রায়। হাসপাতাল আধিকারিক প্রবীর মুখার্জী শ্রেয়ার পরিবারকে ক্ষতিপূরণের দুই লক্ষ টাকা দেওয়ার কথা অস্বীকার করলেও শ্রেয়ার চিকিৎসার বিল মানবিক কারণে না নেওয়ার কথা স্বীকার করেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?