.

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআরসি, এনপিআর ও সিএএ বিরোধী মিছিলে বুধবার মানুষের ঢল নামল দুর্গাপুরে। আগামী কাল, ১৩ ফেব্রুয়ারি দুর্গাপুরের সৃজনী সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। তার আগে বুধবার বিকেলে দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে নাচন রোড ধরে প্রান্তিকা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করেন। এই পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন হাঁটেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মলয় ঘটক সহ দুর্গাপুরের পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি সহ তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা। রাস্তার দু’ধারে অসংখ্য মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রীও কাঁসর-ঘন্টা বাজাতে বাজাতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআরসি, এনপিআর ও সিএএ বিরোধী শ্লোগান দিতে দিতে চার কিলোমিটার পথ হাঁটেন। জানা গেছে, মুখ্যমন্ত্রী বুধবার দুর্গাপুরে রাত্রি যাপন করে বৃহস্পতিবার দুপুর ১২টায় সৃজনী সভাঘরে প্রশাসনিক সভা করবেন।

Like Us On Facebook