.

জন্ম থেকে মা, বাবা, ভাই বা বোনের মুখ দেখেনি ওরা। পরিচয়হীন এই সব পথশিশুদের জীবনের একমাত্র ঠিকানা দুর্গাপুর রেলস্টেশন। কেবলমাত্র পেটের তাগিদে নিজেদের অজান্তেই বাল্যবয়স থেকেই বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ে ওই সব শিশু-কিশোররা। তাই ওদেরকে জীবনের মূল স্রোতে ফেরাতে দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ছায়াসূর্যের সদস্যরা সারা বছর বিভিন্ন কল্যাণকর কর্মসূচি নেয়। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দিকভ্রান্ত এই সব পথশিশুদের নিয়ে গণভাইফোঁটার আয়োজন করে। দুর্গাপুর রেল স্টেশনের ৩০ জন পথশিশু বোন প্রতিপদের বিকেলে বৃহস্পতিবার ৩০ জন পথশিশু ভাইকে ভাইফোঁটা দিল। ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছায়াসূর্যের সকল সদস্য। এদিকে পথশিশুরা ভাইফোঁটার আনন্দ উপভোগ করতে পেরে খুশির কথা জানায়।

Like Us On Facebook