বৃহস্পতিবার ছট পুজো। ছট পুজোর বিভিন্ন উপকরণ কেনাকাটা চলল বুধবার। দুর্গাপুর বেনাচিতি বাজারে পুন্যার্থীদের শেষ পর্যায়ে কেনাকাটার চুড়ান্ত ব্যস্ততা ছিল। এদিকে বাজারে অগ্নিমূল্য উপেক্ষা করেই পুনার্থীরা সূর্য দেবতার আরাধনায় পুজোর উপকরণ কেনাকাটিতে মনোনিবেশ করেন।
মঙ্গলবার দুর্গাপুরের বিভিন্ন পুকুর ও জলাশয়ে ছট পুজোর প্রস্তুতি পরখ করতে দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি সহ দুর্গাপুর পুরসভার বিভিন্ন মেয়র পারিষদ ও কাউন্সিলররা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি ছট পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই লক্ষ্যে হিন্দী ভাষাভাষী মানুষকে সব রকম সাহায্যের আশ্বাস দেন।
Like Us On Facebook