মহাসমারোহে বৃহস্পতিবার ছট পুজো উৎযাপন করল শিল্পাঞ্চলের হিন্দী ভাষাভাষী মানুষ। দুর্গাপুরের সমস্ত জলাশয়ে সূর্যাস্তের সময় ছটের ব্রতীরা জলে নেমে সূর্যদেবকে অর্ঘ দেন। এদিন ছট পূজোকে আকর্ষণীয় করতে ছট সমিতিগুলি জলাশয়ের ধারে বিভিন্ন ভোজপুরি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ করে বেনাচিতি সুভাষ পল্লীর দুর্গাপুর মহাছট সেবা সমিতির ছট পুজোয় প্রতি বারের মত এবছরও জলাশয়ে মধ‍্যে মঞ্চ তৈরি করে মুম্বাই-এর বিশিষ্ট ভোজপুরি শিল্পী মনীষা শ্রীবাস্তব ও রবি রঞ্জন ধর্মীয় ভোজপুরি গানে সকলের মন জয় করে নেন। এদিন স্টিল টাউনশিপের কুমারমঙ্গলম পার্কেও ছট পুজোর আয়োজন করা হয়। হিন্দী ভাষাভাষী মানুষের সাথে প্রচুর বাঙালিও ছট পুজোয় মেতে ওঠেন।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক মোদী বুদবুদের হিন্দী ভাষী কল‍্যান সমিতির ছট পুজো ফিতে কেটে উদ্ধোধন করেন। এদিন বস্ত্রদানও করা হয় বুদবুদ হিন্দী ভাষী কল‍্যান সমিতির পক্ষ থেকে।




Like Us On Facebook