.
কাঁকসা থানার পক্ষ থেকে শনিবার কাঁকসা ব্লকের ১৮টি পুজো কমিটির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ। কাঁকসা থানার আধিকারিকরা জানিয়েছেন, যে সমস্ত পুজো কমিটি প্রায় ১০ বছরের পুরানো, সেই সমস্ত পুজো কমিটির হাতে রাজ্য সরকারের আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। আপাতত ১৮টি পুজো কমিটির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। আরও কিছু পুজো কমিটির নাম পাঠানো হয়েছে। আর্থিক অনুদান পেয়ে খুশি পুজো কমিটির সদস্যরা। তাঁরা জানিয়েছেন, এই বছর করোনার জেরে মানুষের রোজগার তেমন নেই, যার কারণে একদিকে স্বাস্থ্যবিধি মেনে জাঁকজমক ছাড়াই পুজো। তার উপর তেমন ভাবে পুজোর খরচ ওঠে নি। এই অবস্থায় রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই।
Like Us On Facebook