.
বুধবার সকালে দুর্গাপুরের বিভিন্ন বড় পুজো মণ্ডপগুলিতে দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং। সিপির সঙ্গে ছিলেন দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা সহ পদস্থ পুলিশ আধিকারিকরা। বুধবার পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং পুজো মন্ডপগুলি পরিদর্শন করার পাশাপাশি অনুমোদিত সাধারণ পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া ২৫ হাজার টাকার এবং মহিলা পরিচালিত পুজো কমিটিগুলিকে ৩০ হাজার টাকার চেক তুলে দেন। সিপি বলেন, ‘প্রায় চারশ অনুমোদিত পুজো কমিটিকে এবার রাজ্য সরকারের দেওয়া চেক তুলে দেওয়া হচ্ছে। আমি আজ বেশ কিছু পুজো মণ্ডপ পরিদর্শন করে রাজ্য সরকারের দেওয়া চেক তুলে দিলাম পুজো কমিটিগুলিকে।’
Like Us On Facebook