আজ দুর্গাপুরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আই এন দিশারী ও ভারতী ভলিবল ক্লাব ২৮ তম শহীদ চয়ন চট্টোপাধ্যায় স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাতে একে অপরের বিরুদ্ধে মাঠে নামে। বেনাচিতির শ্রীনগর পল্লী ও নেতাজি কলোনি সংলগ্ন চয়ন ময়দানে চলছিল এই টুর্নামেন্ট। ভারতী ভলিবল ক্লাব প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায়। সুকদেব হেমব্রম ১৩ মিনিট ও ১৮ মিনিটে গোল করে এবং সন্দীপ সোরেন প্রথমার্ধে ২২ মিনিটে তৃতীয় গোল করে ৩ গোলে ভারতী ভলিবল ক্লাবকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেবনারায়ণ বেসরা গোলের ব্যাবধান আরও বাড়ায়, শেষ পর্যন্ত ৪-০ গোলে আই এন দিশারীকে হারিয়ে ২৮ তম চয়ন চট্টোপাধ্যায় স্মৃতি নকাউট ফুটবল টুর্নামেন্ট জিতে নেয় ভারতী ক্লাব।

আজকের খেলা পরিচালনা করেন জাতীয় রেফারি মুকুল মাঝি, সহকারী রেফারি সন্ময় চট্টোরাজ, বাবলু কর্মকার, সন্দীপ বন্দ্যোপাধ্যায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন সুকদেব হেমব্রম, আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন নামী ফুটবলার ও বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা অরিজিৎ গাঙ্গুলি, এছাড়াও উপস্থিত ছিলেন ভারোত্তোলক সীমা দত্ত চট্টোপাধ্যায় এবং রূপা বন্দ্যোপাধ্যায়।



Like Us On Facebook