দিনে দুপুরে হার ছিনতাইয়ের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। দুর্গাপুরের এমএএমসির বি-টু বাজার থেকে বাজার সেরে বাড়ি ফেরার সময় শঙ্করী মন্ডল নামের এক মহিলার গলার হার ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গেছে শঙ্করীদেবীকে বাজার থেকেই দুই হেলমেটধারি বাইক আরোহী অনুসরণ করতে থাকে। তার পর সুযোগ বুঝে শঙ্করীদেবীর সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই খবর চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার ওসি এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের ডিপুটি কমিশনার অভিষেক মোদী ঘটনাস্থলে যান। শঙ্করীদেবীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তদন্তে নামে। খবর সংগ্রহ করা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি।
Like Us On Facebook