বিধানসভা ভোট আসন্ন। আজ বিকেলেই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘন্ট। ভোটের জন্য কয়েকদিন আগেই জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে অন্যান্য জায়গার মতো দুর্গাপুরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে।
বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। শুক্রবার সকালে দুর্গাপুর থানা এলাকার মেনগেট, নিউ টাউনশিপ থানার অন্তর্গত জেমুয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে। ভোটারদের মনোবল বাড়াতে বাহিনী এলাকার মানুষদের সাথে কথা বলে ভোটারদের কাছে জানতে চান তাঁদের ভোট দিতে যাওয়ার কোনো সমস্যা রয়েছে কি না। তাঁদেরকে কেউ প্রভাবিত বা ভয় দেখাচ্ছে কি না।