সিমেন্ট মিক্সচার বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি ২ নম্বর জাতীয় সড়কে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দুর্গাপুরের মুচিপাড়ায়। ঘটনার পর দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের বর্ধমানমুখী লেন। ঘটনায় হতাহতের কোন খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আসানসোলের দিক থেকে একটি সিমেন্ট মিক্সচার বোঝাই ট্যাঙ্কার আসছিল। ২ নম্বর জাতীয় সড়কে মুচিপাড়ায় ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের বর্ধমানমুখী লেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেন নিয়ে এসেও যথেষ্ট বেগ পেতে হয় ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সড়াতে। বেশ কয়েক ঘন্টা চেষ্টার পর ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সড়ানো সম্ভব হয়। তারপর জাতীয় সড়কের বর্ধমানমুখী লেনে যান চলাচল শুরু হয়।
Like Us On Facebook