শ্রমিকদের কর্মচ্যুত করার প্রতিবাদে দুর্গাপুরের ইন্ডেন বটলিং প্ল্যান্টে বুধবার শ্রমিকরা কাজ বন্ধ করে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামল। বটলিং প্ল্যান্টের মেনগেট বন্ধ করে দেওয়ায় প্ল্যান্টের আধিকারিকরাও প্ল্যান্টে ঢুকতে ও বের হতে পারে নি বলে সূত্রের খবর। শ্রমিক আন্দোলনের ফলে সমগ্র দক্ষিণবঙ্গে ইন্ডেন গ্যাস পরিষেবা বড়সড় ধাক্কা খাওয়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। বুধবার দুর্গাপুরের ইন্ডেন বটলিং প্ল্যান্টে বয়স জনিত কারণে  বহু ঠিকা শ্রমিককে ইন্ডিয়ান অয়েলের ইন্ডেন গ্যাস কর্তৃপক্ষ বসিয়ে দেওয়ার নির্দেশ দেয় বলে শ্রমিকদের অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই শ্রমিক মহলে উত্তেজনা ছড়ায়। বটলিং প্ল্যান্টের মেনগেটে শ্রমিকরা জড়ো হয় এবং কর্তৃপক্ষের শ্রমিক বিরুদ্ধ নীতির প্রতিবাদ করে। বটলিং প্ল্যান্টের কাজ বন্ধ করে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয় বটলিং প্ল্যান্টের শ্রমিকরা। সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ বটলিং প্ল্যান্টের মেন গেটে চলে এসে অবস্থা সামাল দেয়। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বলেন  কর্তৃপক্ষের সঙ্গে বহুবার মিটিং করা হয়েছে ফলপ্রসু না হওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে।

Like Us On Facebook