কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ নীতির বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট(এএসপি) সহ ভদ্রাবতী ও সালেম ইস্পাত কারখানায় সিটু ও আইএনটিইউসি’র ডাকে মঙ্গলবার ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে। সিটু ও আইএনটিইউসি’র শ্রমিকরা এদিন সকাল থেকেই এএসপি গেটের সামনে পিকেটিং করছেন। কেন্দ্রীয় সরকার সালেম ও ভদ্রাবতী সহ এএসপি কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে। সিটু ও আইএনটিইউসি কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ নীতির তিব্র প্রতিবাদ জানিয়ে গত ছয় মাস ধরে মিটিং, মিছিল করছে। দিল্লিতে ইস্পাত মন্ত্রীকে দুর্গাপুরের এএসপি বাঁচানোর অনুরোধ জানিয়ে কোন ফল না হওয়ায় সিটু ও আইএনটিইউসি মঙ্গলবার কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সালেম ও ভদ্রাবতী প্ল্যান্টেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
সিটু নেতা তথা দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দেবরায় বলেন, ‘দুর্গাপুর ও এএসপি কারখানা বাঁচানো এবং শ্রমিকদের রুজি রোজগার বাঁচানোর তাগিদে মঙ্গলবার ৯০ শতাংশ শ্রমিক কারখানার উৎপাদন বন্ধ রেখে কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের আজকের প্রতিবাদ কর্মসূচি সফল। আমরা খুশি।’ সন্তোষবাবু আরও জানান, কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ নীতির প্রতিবাদে মঙ্গলবার ডিএসপিতেও সিটু ও আইএনটিইউসি কর্মীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দু’ঘন্টা কর্মবিরতি পালন করে।
অন্যদিকে কারখানা বন্ধ রেখে কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ নীতির প্রতিবাদ জানানোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমরাও এএসপি ও দুর্গাপুর বাঁচানোর পক্ষে। বিলগ্নিকরণের বিপক্ষে। কিন্তু কর্মনাশা বন্ধ করে নয় উৎপাদন বাড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। আমরা কারখানা বন্ধ করতে দিইনি।’