.
দুর্গাপুরের তারকনাথ ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা ও স্কুলের পঠন-পাঠনের মান বাড়াতে মঙ্গলবার থেকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হল স্কুল চত্ত্বর। প্রাথমিকভাবে মঙ্গলবার স্কুল ক্যাম্পাসে ৮টি সিসি ক্যামেরা বসানো হল। সামনের সপ্তাহে আরও ১৪ টি সিসি ক্যামেরা বসানো হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন। পঠন-পাঠনের মান বাড়াতে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার দুর্গাপুর পুরসভার মেয়রপারিষদ রুমা পাড়িয়াল ও স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ মুখার্জি স্কুলে সিসি ক্যামেরার উদ্বোধন করেন। জানা গেছে দুর্গাপুরের প্রাচীন ঐতিহ্যবাহী এই স্কুলে প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী রয়েছে।
Like Us On Facebook