বিড়াল দিচ্ছে মাছের পাহারা! এমন সাধারণত দেখা যায় না। বিড়াল আর মাছের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যাবে দুর্গাপুরের মামড়া বাজারে এক মাছ বিক্রেতার দোকানে। অনেকের কাছে এটা চোরকে ভাঁড়ার ঘর পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়ার মত মনে হলেও দুর্গাপুরের মামড়া বাজারের মাছ বিক্রেতা নিত্যগোপাল দাসের মাছের দোকানে এমন দৃশ্যেরই দেখা মেলে নিত্যদিন। সেখানে গম্ভীর মুখো নির্লোভ দুই বিড়াল সদা ব্যস্ত মাছের পাহারায়।
মাছের দোকানদার নিত্যগোপালবাবু দুই বিড়ালের কার্যত পাহারায় মাছ বিক্রি করেন। বিড়াল দুটি মাছের দোকান বসে থেকে লোভের বসে কোন মাছ তুলে খায় না বলে দোকানি নিত্যগোপাল দাসের দাবি। উল্টে বিড়াল দুটি নাকি দোকান থেকে অন্য কুকুর বা বিড়ালের মাছ ছিনতাই আটকাতে সদা পাহারাদারের ভূমিকায় নজরদারি চালায়। আর তাই নিশ্চিন্তে দোকানদারি করেন মাছ ব্যবসায়ী নিত্যগোপাল দাস। প্রতিদিন নিত্যগোপাল দাসের দোকানে মাছ কিনতে আসা ক্রেতারা বিড়াল দুটির প্রভুভক্তি দেখে তাজ্জব। নিত্যগোপালবাবু বলেন, ‘বিড়াল দুটি কখনোই নিজে থেকে মাছ বা মাছের কোন অংশ খায় না। তাদের যখন কিছু দেওয়া হয় তখনই খায়।’