স্থায়ীকরণ সহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে দুর্গাপুর মহিলা কলেজের অস্থায়ী কর্মীরা সোমবার কলেজের প্রধান গেট বন্ধ করে দীর্ঘক্ষণ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন। বিক্ষোভের জেরে কলেজে সোমবার পঠনপাঠন শিকেয় ওঠে। কলেজের অধ্যাপিকারা এমনকি কলেজের অধ্যক্ষা মধুমিতা জাজোদিয়াকেও কলেজের সামনে আটকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

জানা গেছে, দুর্গাপুর মহিলা কলেজে আট জন অস্থায়ী কর্মী রয়েছেন। কলেজের অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা স্থায়ী কর্মীদের সমতুল্য কাজকর্ম করেও নামমাত্র বেতনে পূর্ণ সময়ে কাজ করেছেন। প্রশাসনিক নিয়মে কলেজ রুলসের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তাঁরা ব্রাত্য। অস্থায়ী কর্মীরা বলেন, ‘স্থায়ী কর্মীদের সমতুল্য কাজ করেও এই দুর্দিনের বাজারে আমরা কিভাবে সামান্য বেতনে সংসার চালোব বা ছেলেমেয়েদের পড়াশোনা করাব?’ বিক্ষোভরত কর্মীদের হুমকি, অবিলম্বে সরকার যদি আমাদের মতো অস্থায়ী কর্মীদের কলেজে কলেজে স্থায়ীকরণের ব্যবস্থা না করে, আগামী দিনে আমরা পথে নেমে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াব। সোমবার কলেজের অস্থায়ী কর্মীদের আন্দোলনে কলেজের প্রশাসনিক কাজকর্ম বা ছাত্রছাত্রীদের পঠনপাঠনে যে ছেদ পড়েছে সেকথা স্বীকার করেছেন দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষা মধুমিতা জাজোদিয়া।


Like Us On Facebook