মামলার তথ্য জানার জন্য হয়রানির দিন শেষ, যন্ত্রে আঙুল ছোঁয়ালেই মিলবে আদালতে দায়ের হওয়া মামলার নানান তথ্য। সোমবার এই পরিষেবা চালু হল দুর্গাপুর মহকুমা আদালতে। এদিন এই পরিষেবার সূচনা করেন অতিরিক্ত জেলা জজ রাজা রায়। জানা গেছে, দুর্গাপুর মহকুমা আদালতের বিভিন্ন এজলাসে চলা মামলা সংক্রান্ত তথ্য মিলবে এই কিয়স্ক থেকে। সর্বসাধারণের জন্য চালু এই কিয়স্কটির নাম ‘কিয়স্ক ফর কেস ইনফরমেশন সিস্টেম’।

এই স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে মামলাকারীরা মামলার নম্বর দিলেই জানতে পারবেন মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য। জানা গেছে, মামলা কী অবস্থায় রয়েছে, পরবর্তী শুনানির তারিখ, শেষ কবে মামলায় শুনানি হয়েছিল, কোন এজলাসে মামলা চলছে বা কোনও মামলায় শেষবারের শুনানিতে বিচারক কী নির্দেশ দিয়েছেন এই সব তথ্য মেশিনের বোতামে আঙুলের ছোঁয়ালেই জানা যাবে। পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর মহকুমা আদালতেই প্রথম এই স্বয়ংক্রিয় কিওস্কের উদ্বোধন হল এদিন। সোমবার এই মেশিনটির উদ্ধোধন হওয়ার পর আদালতে আগতদের কৌতুহল ছিল চোখে পড়ার মতো।

দুর্গাপুর আদালতের বিচারক অভিজিত চ্যাটার্জী জানালেন, এই বিশেষ কিওস্কের ফলে লাভবান হবেন মামলাকারীরা। মামলার বিভিন্ন তথ্য জানতে এখন তাঁদের কারও উপর নির্ভর করতে হবে না। বার অ্যাসোশিয়েশনের সম্পাদক অনুপম মুখার্জী বলেন, ‘এই কিয়স্ক বসানোর ফলে মামলাকারীরা ছাড়াও উপকৃত হবেন ল-ক্লার্ক সহ মুহুরী ও আদালতের অন্যান্য কর্মীরা।’

Like Us On Facebook