বুধবার সকালে বাড়ি থেকে এক কাঠমিস্ত্রির মৃতদেহ উদ্ধার হল। অন্ডাল থানার উখরার শান্তিপাড়ার ঘটনা। মৃত ব্যক্তির নাম বলদেব মিস্ত্রি (৫০)। উখরা ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গেছে, বুধবার সকালে উখরার শান্তিপাড়ার মানুষজন বলদেববাবুর ঘরের দরজা হাট করে খোলা দেখে পড়শিদের সন্দেহ হলে তাকে ডাকাডাকি করেন। কোন সাড়া না পেয়ে স্থানীয়রা ঘরের ভিতরে ঢুকে দেখেন বলদেববাবু ঘরের মেঝেয় মুখ থুবড়ে পড়ে আছেন। পুলিশকে খবর দিলে উখরা ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পড়শিরা বলদেববাবুর রহস্য মৃত্যুর কিনারা করার দাবি জানায় পুলিশের কাছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
Like Us On Facebook