দুর্গাপুরের মহাত্মাগান্ধী সরণিতে পথ দুর্ঘটনায় আহত হলেন দু’জন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের সামনে মহাত্মা গান্ধী সরণিতে শনিবার এই দুর্ঘটনাটি ঘটে। গান্ধী মোড়ের দিক থেকে একটি চার চাকার গাড়িতে স্টিল টাউনশিপের দিকে যাচ্ছিল সেপকো টাউনশিপের বাসিন্দা মা এবং ছেলে। হঠাৎ করে চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহিলা মহাবিদ্যালয়ের পাশে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে স্টিল টাউনশিপ থেকে গান্ধী মোড় যাওয়ার রাস্তার দিকে চলে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ এবং ট্রাফিক কর্মীরা। ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল।
Like Us On Facebook