দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া কারখানার আইএনটিটিইউসির নেতা শেখ রমজানের মারুতি স্যুইফট গাড়িটি শনিবার রাতে হঠাৎ করে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শেখ রমজানের বাড়িতে গাড়ি রাখার প্রয়োজনীয় জায়গা না থাকায় গাড়িটি সগড়ভাঙা কলোনির এস ব্লক সংলগ্ন এলাকায় কালাম নামে এক যুবককের বাড়ির সামনে থাকত বলে জানান ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায়। সুনীল চট্টোপাধ্যায় বলেন, বুঝতে পারছি না কিভাবে গাড়িটিতে আগুন লাগলো। সুনীল চট্টোপাধ্যায়ের অভিযোগ, স্থানীয় কেউ বা কারা পরিকল্পনা মাফিক শেখ রমজানের গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে। সুনীল চট্টোপাধ্যায় বলেন, শেখ রমজান কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশি তদন্তে জানা যাবে কিভাবে গাড়ি পুড়ল।

এদিকে শেখ রমজান বলেন, আমি গাড়িটি দেড় মাস আগে কিনেছি। ভাইয়ের বাড়িতে গাড়িটি রেখে আমি পিকনিক যাচ্ছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় গিয়ে খবর পাই আমার গাড়িটি আগুনে পুড়ে গেছে। আমি মাঝ রাস্তা থেকে ফিরে আসি। শেখ রমজানের অভিযোগ, রাজনৈতিক শত্রুতা থেকেই আমার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত বারোটা নাগাদ গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যাওয়া দেখে দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।

Like Us On Facebook