বৃহস্পতিবার সকালে পানাগড় বাইপাসে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে ২ নং জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ একটি চারচাকা গাড়ি দুর্গাপুর অভিমুখে যাচ্ছিল। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের ডিভাইডারে ধাক্কা মেরে ডিভাইডার পার করে উল্টো দিকে চলে আসে। ঘটনায় চালক সহ গাড়ির অপর এক আরোহী জখম হন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। স্থানীয় মানুষজনের অভিযোগ, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎই ডিভাডারে ধাক্কা মেরে রস্তার উল্টোদিকে চলে আসে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দুনম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়ে যায়। পরে কাঁকসা থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।/p>
.