দুর্গাপুর থেকে আসানসোলমুখী একটি দ্রুতগতির চারচাকা গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ২নং জাতীয় সড়কের ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু হল। বাকি দুই আরোহী গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। দুর্গাপুরে ২ নং জাতীয় সড়কে ভিড়িঙ্গীর ওভার ব্রীজে উঠার মুখে।
জানা গেছে, মৃতের নাম সংগ্রাম চক্রবর্তী (২৫), মামড়ার বাসিন্দা। আহতদের নাম নয়ন দে ও অনিল কুমার। একজন অমরাবতীর ও অপরজন স্টিল টাউনশিপ সেকেন্ডারির বাসিন্দা। দুর্ঘটনার কবলে পড়া গাড়ির ভিতর থেকে মদের বোতল পাওয়া গেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় মানুষের অনুমান গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে এবং উল্টে যায়। গাড়িতে চালক সহ তিনজন আরোহী ছিল। ধাক্কার পর গাড়ির চালক গাড়ির কাঁচ ভেঙে রাস্তার উপর পড়ে প্রাণ হারায়।