সোমবার রাতে এমএএমসি’র বি-১ মোড়ে চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী বিশু ক্ষেত্রপাল(৫৪) সোমবার গভীর রাতে মারা যাওয়ায় মঙ্গলবার সকালে স্থানীয় মানুষ মৃত সাইকেল আরোহীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করেন। স্থানীয় বাসিন্দা শ্যামল রায় বলেন, ‘৮বি রুটে সন্ধ্যা নামতেই বিশেষ করে ফুলঝোড় মোড়, বি-১ মোড় এলাকায় বেপরোয়া বাইক বা চারচাকা গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। না হলে প্রতিদিন বিশু ক্ষেত্রপালের মতো নিরীহ পথচলতি মানুষকে বলি হতে হবে।’ শ্যামল রায়ের দাবি, দোষীদের চরম শাস্তি দিক প্রশাসন ও বিশু ক্ষেত্রপালের পরিবারের কোন রুজি রোজগারের লোকজন নেই। অবিলম্বে পরিবারটি যাতে ইন্সুরেন্সের প্রাপ্য টাকা সহ আর্থিক ক্ষতিপূরণ পায় সেজন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিক।

উল্লেখ্য, সোমবার রাতে দুর্গাপুরের এমএএমসি’র বি-১ মোড় এলাকায় বেপরোয়া একটি সদ্য কেনা হুন্ডাই আই-২০ গাড়ি এক সাইকেল আরোহী বিশু ক্ষেত্রপালকে সজোরে ধাক্কা মেরে রাস্তার ধারে পরপর তিনটি কোয়ার্টারের বেড়া ভেঙে ঢুকে যায়। স্থানীয় মানুষের অভিযোগ, চারচাকা গাড়িটিতে চালক সহ তিন জন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়। এই দুর্ঘটনার পর গাড়ির চালক এবং সাইকেল আরোহী বিশু ক্ষেত্রপাল সহ তিন জন আহত হন। একজন পলাতক। সকলকেই উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে সাইকেল আরোহী বিশু ক্ষেত্রপাল মারা যান। মঙ্গলবার এই খবর চাউর হতেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে এদিন সকালে স্থানীয় মানুষ পথ অবরোধ করেন।



Like Us On Facebook