চার চাকা হুন্ডেই গাড়ির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ অ্যাম্বুলেন্সের। রোগী সহ গুরুতরভাবে আহত ৪ জন। ঘটনায় পুলিশ হুন্ডেই চালক ও যাত্রী সহ মোট ৫ জনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কলকাতার বরাহনগর থেকে চারজন একটি হুন্ডেই গাড়ি নিয়ে তারাপীঠে পুজো দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে আউশগ্রাম থানার একপেড়ে আদিবাসী পাড়ার কাছে গুসকরা থেকে বর্ধমান অভিমুুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে হুন্ডেই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংংঘর্ষের ফলে অ্যাম্বুলেন্সটি রাস্টার পাশের নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনায় গুরুতরভাবে আহত হন চালক ও অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও রোগীর পরিজনেরা। সকলকেই উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় কলকাতার ওই চার ব্যক্তি এবং তাঁদের গাড়ির চালককে আটক করা হয়েছে। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Like Us On Facebook