নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে গেল অ্যাম্বুলেন্স। আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক। ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষ থানার বেড়ুগ্ৰামে। ঘটনাস্থলে এসে খণ্ডঘোষ থানার পুলিশ ও স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। জানা গেছে, অ্যাম্বুলেন্সটি খণ্ডঘোষ থেকে বেড়ুগ্ৰামে যাচ্ছিল কোন অসুস্থকে আনতে, সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অ্যাম্বুলেন্সটি।
স্থানীয়রা জানান, এই সময়ে মাঠের ধান কাটা হচ্ছে, ধান কাটা এবং ধান চাষির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হার্ভেস্টার ও ট্রাক্টর ব্যবহার করা হয়। এই হার্ভেস্টার ও ট্রাক্টরগুলি যখন ধান জমি থেকে উঠে রাস্তা দিয়ে যায় তখন চাকায় লেগে থাকা মাটি রাস্তায় পড়ে থাকে, আর রাতে হওয়া বৃষ্টির জলে রাস্তা পিছল হয়ে যায়। এই কারণেই অ্যাম্বুলেন্সটির চাকা ওই রাস্তায় পড়ে থাকা মাটিতে গেলে চালক নিয়ন্ত্রণ না রাখতে পেরেই রাস্তার পাশে জমিতে গাড়িটি উল্টে যায়। খণ্ডঘোষ থানার পুলিশ গাড়িটিকে পরে উদ্ধার করে।