দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে বের হওয়ার মুখে একটি নিকাশি নালায় একটি চলমান চারচাকা গাড়ি পড়ে গেলে গাড়িতে থাকা এক দম্পতি অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
জানা গেছে, সোমবার এক দম্পতি তাঁদের চারচাকা গাড়িতে সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে ওই নিকাশি নালায় গাড়িটি পড়ে যায়।বরাত জোরে ওই দম্পতি কোন রকমে বেঁচে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। স্থানীয় মানুষ ও পুলিশের চেষ্টায় গাড়িটিকে নালা থেকে তোলা হয়। ওই দম্পতির কোন চোট লাগে নি বলে জানা গেছে। তবে ওই দম্পতি দূর্গাচরণ দাস ও মিনতি দাস ব্যস্ত রাস্তায় এইরকম ভাবে নিকাশি নালা উন্মুক্ত থাকায় দুর্গাপুর পুরসভার উপর বেশ চটে যান। অবিলম্বে নিকাশি নালাটি সংস্কারের দাবি জানান তাঁরা।
Like Us On Facebook