বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের বিচারক আবাসন থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দুর্গাপুর আদালতে এলেন ১১ জন বিচারক। কারণ, বিচারকদের গাড়ি চালকরা বুধবার থেকে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। গাড়ি চালকদের অভিযোগ, গত কয়েকমাস ধরে ঠিকাদার তাঁদের ঠিকমতো বেতন দিচ্ছেন না। এদিন বিচারকদের পায়ে হেঁটে আদালতে আসতে দেখে আদালত চত্বরে উপস্থিত মানুষজন হতবাক হয়ে যান।

জানা গেছে, দুর্গাপুর আদালতে এগারো জন বিচারক আছেন। তাঁদের জন্য তিনজন চালক সহ তিনটি গাড়ি বরাদ্দ আছে। বিচারকদের গাড়ি পরিষেবা দেওয়ার জন্য টেন্ডারের মাধ্যমে এক ঠিকাদারকে দায়িত্ব দেওয়া আছে। চালকরা বলেন, ‘গত প্রায় তিনমাস ধরে আমরা বেতন পাচ্ছি না। এই দুর্মুল্যের বাজারে আমরা সংসার চালাতে হিমসিম খাচ্ছি। মালিককে বারবার বলা সত্বেও বেতন দিতে গড়িমসি করছেন।’ এদিকে চালকদের এই ধর্মঘটের খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ছুটে এসে চালকদের সব বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Like Us On Facebook