.
রানিগঞ্জ ও আসানসোলের সাম্প্রতিক ঘটনাবলীর পর সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্যে দুর্গাপুরে স্টিল টাউনশিপ বি-জোন ক্লাব সমন্বয়ের উদ্যোগে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সর্ব ধর্মের মানুষ শনিবার সন্ধ্যায় এক মোমবাতি মিছিলে অংশ নেয়। দুর্গাপুর স্টিল টাউনশিপের প্রায় কয়েক হাজার মানুষ শনিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে কাশীরাম দাস রোড ময়দান থেকে চন্ডীদাস মার্কেট এলাকায় ঘোরে। সকল ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি দুর্গাপুরের আমরাই গ্রামেও শনিবার সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্যে সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক সম্প্রীতি সভার আয়োজন করা হয়।
Like Us On Facebook