দুর্গাপুরে পার্কিং জোনের ঠিকাদার বিষ্ণু থাপা খুনের অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের পিসিবিএল পার্কিং জোন থেকে দুর্গাপুর বাসস্ট্যান্ড পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে ও হাতে মোমবাতি নিয়ে এক প্রতিবাদ মিছিল বের হয়। মৃত বিষ্ণুর পরিবার সহ এলাকার সাধারণ মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশ নেন।
সাত দিন অতিক্রান্ত এখনও বিষ্ণু থাপা খুনে অভিযুক্ত বিজয় শ্রীবাস্তবকে গ্রেফতার করা ছাড়া মূল অভিযুক্ত কুখ্যাত অপরাধী দীপক সাউ এখনও অধরা। দীপককে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় জোর তল্লাশি চালালেও দীপক সাউয়ের এখনও কোন খোঁজ পায়নি বলে খবর। এদিকে দীপক সাউকে গ্রেফতারের দাবি জানিয়ে মহকুমাশাসকের কাছে দরবার করেছেন বিষ্ণুর পরিবার। পাশাপাশি দীপককে গ্রেফতার না করতে পারলে থানার সামনে আত্মাহুতির হুমকি দিয়েছে বিষ্ণুর পরিবার। প্রশাসনের আশ্বাস পাওয়া সত্বেও বিষ্ণু খুনের মূল অভিযুক্তকে পুলিশ ধরতে না পারায় মানসিক ভাবে ভেঙ্গে পড়া বিষ্ণুর পরিবারকে সাথে নিয়ে স্থানীয় মানুষ দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামল এদিন।
উল্লেখ্য, গত সোমবার পিসিবিএল-এ ডিএমসির পার্কিং জোনের ঠিকাদার বিষ্ণু থাপাকে কুখ্যাত তোলাবাজ দীপক সাউ প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে। দীপক বিষ্ণু থাপার কাছে মোটা টাকা তোলা চায় বলে অভিযোগ। বিষ্ণু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে গুলি করে খুন করে বিষ্ণুর স্কুটিটি নিয়ে চম্পট দেয় দীপক। খুনিদের গ্রেফতারের দাবিতে বিষ্ণুর পরিবার মৃতদেহ নিয়ে থানায় বিক্ষোভ দেখায় সেদিন রাতেই। বিষ্ণু খুনে অভিযুক্ত এক প্রাক্তন টিএমসি নেতা বিজয় শ্রীবাস্তবকে পুলিশ গ্রেফতার করে। বিষ্ণুর স্কুটিটিও উদ্ধার করেছে পুলিশ। কিন্তু মূল অভিযুক্ত দীপক সাউকে এখনও পুলিশ ধরতে পারেনি। এর প্রতিবাদেই রবিবার মৌন মিছিল।