রাজ্যে একের পর এক নারী নির্যাতন ঘটে চলেছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী দু’চোখ বন্ধ করে রেখেছেন। অবিলম্বে চোখ খুলে নারী নির্যাতনের দোষীদের কড়া শাস্তি দিতে পুলিশকে নির্দেশ দিন। গোটা রাজ্য সহ সাম্প্রতিক বীরভূম জেলায় ঘটে যাওয়া এক নারী নির্যাতনের দোষীদের শাস্তির দাবিতে এভাবেই দুর্গাপুরে সোচ্চার হলেন বিজেপির মহিলা মোর্চার সহ-সভানেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
বিজেপি কর্মীরা গোটা রাজ্য সহ সাম্প্রতিক বীরভূম জেলায় ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে মিছিল করেন। এই মিছিলে অংশ নিয়ে বিজেপি মহিলা মোর্চার সহ-সভানেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, আমরা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব। যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটবে সেখানেই বিজেপি মহিলা মোর্চার কর্মীরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবে। এদিনের প্রতিবাদ মিছিলে বিজেপি মহিলা মোর্চার সহ-সভানেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল জেলার মহিলা মোর্চার সভানেত্রী রেখা ভট্টাচার্য সহ প্রচুর বিজেপি কর্মী। এদিনের মোমবাতি মিছিল গান্ধী মোড়ে শুরু হয়ে সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় ঘোরে।