বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি কলেজের ৩ ছাত্রের রেজিষ্ট্রেশন না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকে পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদে নামল ছাত্রছাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। এদিন ইউআইটির ছাত্রনেতা দেবরাজ সাহা জানিয়েছেন, ২০২০ সালে করোনা পরিস্থিতির সময় ইউআইটিতে অরিজিত পাল, ইন্দ্রনীল রায় এবং সোনি কুমারী উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখিয়েই ভর্তি হন। করোনা পরিস্থিতির জন্য চিরাচরিত যে রীতি জয়েণ্টের মাধ্যমে ভর্তির হওয়ার বিষয়টি না থাকায় সরাসরি এই তিনজন ছাত্রছাত্রী ভর্তি হন। এরপর যথারীতি তাঁরা নিয়ম মেনেই বিভিন্ন ফি এবং চতুর্থ সেমিস্টার পর্যন্ত পরীক্ষাও দেয়। সোমবার থেকেই ছিল দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সেমিস্টারের পরীক্ষা।
কিন্তু ওই তিনজন ছাত্রের রেজিষ্ট্রেশন এখনও না হওয়ায় সমগ্র পরীক্ষাই বন্ধ করে দেন ছাত্রছাত্রীরা। এমনকি এদিন কলেজে অধ্যাপকরা আসলেও ছাত্রছাত্রীদের বাধায় তাঁরা ফিরে যান। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, এই তিন ছাত্রের রেজিষ্ট্রেশনের বিষয়টি বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কার্যত ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এখনও এই ছাত্রছাত্রীদের রেজিষ্ট্রেশন হয়নি। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার তাঁদের জানিয়েছেন, কলেজের ম্যানেজিং কমিটি এব্যাপারে সিদ্ধান্ত নিলে বিশ্ববিদ্যালয় তা গ্রহণ করবে। কিন্তু রবিবারই কলেজ কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দিলেও ছাত্রছাত্রীদের রেজিষ্ট্রেশনের বিষয়টি এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি। এই বিষয় নিয়ে এদিন ছাত্রছাত্রীরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযানও শুরু করে দিয়েছেন এদিন থেকে। যদিও এব্যাপারে এদিন বারবার কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ট মহল থেকে জানা গেছে, তিনিও এই তিন ছাত্রছাত্রীর রেজিষ্ট্রেশনের বিষয়টি যাতে দ্রুত সম্পন্ন হয় তারজন্য চেষ্টা করছেন।