জন্মাষ্টমীর শুভলগ্নে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সি-জোন সার্বজনীন দুর্গাপুজো কমিটি খুঁটি পুজো করে দুর্গোৎসবের সূচনা করল। এদিনের এই অনুষ্ঠানে স্থানীয় মানুষ সকলেই সমবেত হন। পুজো কমিটির ব্যানার নিয়ে এদিন স্থানীয় রাস্তায় পথ পরিক্রমা করেন কমিটির সদস্যরা এবং তাঁদের পরিবারের লোকজন।
জানা গেছে, এবছর সি-জোন সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো ৩৮ বছরে পদার্পণ করল। এবার দশ লাখ টাকার বাজেটে পরিবেশ রক্ষায় সবুজায়নকে থিম করে সি-জোন সার্বজনীনের দুর্গোৎসবের প্যান্ডেল ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাও তৈরি করা হচ্ছে। পুজো কমিটির সভাপতি বাপি দুবের দাবি, প্রতি বছরের মতো এবারও সি-জোন সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গোৎসব দর্শকদের নজর কাড়বে।
Like Us On Facebook