.
২০০৫ সালের আদালত অবমাননার একটি পুরানো মামলায় সোমবার বাঁকুড়ায় গ্রেফতার করা হয় দুর্গাপুরের বিজেপি নেতা রাজু ঝাকে। ২০০৫ সালে মেজিয়া কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় বাঁকুড়া আদালত থেকে জামিন পান রাজু ঝা। পরবর্তী সময়ে আদালতে হাজিরার ক্ষেত্রে কয়লা ব্যবসায়ী রাজু ঝা নিজে আদালতে হাজির না হয়ে তাঁর এক সঙ্গীকে রাজু ঝা সাজিয়ে হাজিরা দিতে পাঠান। বিষয়টি আদালতের নজরে আসে। এরপরেই রাজু ঝা’র নামে আদালত ওয়ারেন্ট বের করে। সোমবার বাঁকুড়া আদালতে রাজু ঝা জামিনের আবেদন করতে গেলে আদালত রাজু ঝাকে গ্রেফতারের নির্দেশ দেয়। জানা গেছে, রাজু ঝা’র জেল হাজত হয়েছে। উল্লেখ্য, এই কয়লা ব্যবসায়ী বর্তমানে বিজেপিতে যোগ দান করে নির্বাচনী প্রচার করছিলেন। তাঁকে বিজেপি প্রার্থী পদ দিতে পারে বলেও জোর জল্পনা চলছিল শহর দুর্গাপুরে। এরইমধ্যে সোমবার রাজু ঝা গ্রেফতার হওয়ায় দুর্গাপুরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।