মদ খেয়ে বাসে চড়ার মাসুল এভাবে গুণতে হবে কল্পনাও করতে পারেনি দুর্গাপুরের ভ্যাম্বে কলোনির বাসিন্দা মদ্যপ রামু বেদ। শুক্রবার দুর্গাপুরের প্রান্তিকা বাস স্ট্যান্ডে অন্যদিনের মতোই মদ খেয়ে রামু বেদ বাসে চড়তেই বসা কর্মীরা বাধা দলে দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায়। এতে অন্যান্য বাস কর্মীরাও চড়াও হয়ে মদ্যপ রামুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
অভিযোগ, বাস কর্মীরা মেরে মাথা ফাটিয়ে দেয় রামুর। সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে রামু। প্রত্যক্ষদর্শী অন্যান্য মানুষজন বাস কর্মীদের এহেন অমানবিক আচরণে ক্ষুব্ধ হন। প্রান্তিকা বাস স্ট্যান্ডের পিছনেই প্রান্তিকা ফাঁড়ি। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে আহতকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বাস কর্মীদের এই অমানবিক আচরণের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে দুর্গাপুর জুড়ে। আইন হাতে তুলে না নিয়ে অন্য ভাবেও যে মদ্যপকে বোঝান যেত সেই পক্ষেই মত সকলের।