বিহার থেকে কলকাতা যাওয়ার পথে জাতীয় সড়কে যাত্রী বোঝাই বাস উল্টে মৃত ১ এবং জখম কমপক্ষে ১৭। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ের কাছে। মৃত যাত্রীর নাম রামানন্দ চৌহান (৫০)। আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, বিহারের জামুই থেকে যাত্রীবাহী বাসটি কলকাতার বাবুঘাট যাচ্ছিল। বৃহস্পতিবার ভোরে ২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘুমন্ত যাত্রীরা হঠাৎ বিকট আওয়াজে জেগে উঠে বুঝতে পারেন বাসটি উল্টে গেছে। বাস উল্টে যাওয়ার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামানন্দ চৌহানের। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ১৭ জনকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। জখম যাত্রীদের সূত্রে জানা গেছে, বেশীরভাগ যাত্রীই দীপাবলির ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরছিলেন।