নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনায় আহত ২০ জন বাসযাত্রী। পূর্ব বর্ধমানের রায়নার বর্ধমান-আরামবাগ রোডের মিরেপোতা বাজার এলাকার ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান-হুমগড় রুটের যাত্রীবাহী বাসটি বর্ধমান-আরামবাগ রোড ধরে আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল। রায়নার মিরেপোতা বাজার এলাকায় হঠাৎই বিকট শব্দ করে বাসটি উল্টে যায়। বাসে থাকা যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে বর্ধমান-আরামবাগ রোড। ঠিক কি কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। রায়নার বাস দুর্ঘটনায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অবস্থা খতিয়ে দেখেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া।