নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস নেমে গেল মাঠে। মাঠে নেমে একদিকে হেলে যায় বাসটি। অল্পবিস্তর আহত হন কয়েকজন যাত্রী। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার উচিৎপুর সংলগ্ন বিষহরি পুলের কাছে। বুধবার বাসটি জামালপুর বাসস্ট্যাণ্ড থেকে রায়নার দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে জামালপুর ও রায়না থানার পুলিশ পৌঁছে যাত্রীদের উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন জামালপুর-বর্ধমান রুটের একটি বাস জামালপুর থেকে রায়নার দিকে আসছিল। উচিৎপুর সংলগ্ন বিষহরি পুলের কাছে খারাপ রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে মাঠে নেমে যায়। বাসে বেশী যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কয়েকজন যাত্রী অল্পবিস্তর জখম হন। খবর পেয়ে রায়না ও জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে পাঠায়। সেখানে জখম যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Like Us On Facebook