রাস্তা পারাপার করতে গিয়ে দুর্গাপুর ব্যারেজের টোল প্লাজার সামনে রং সাইড দিয়ে আসা এক বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের অকাল মৃত্যু হল। শনিবার দুপুরের এই ঘটনার পর উত্তেজিত স্থানীয় মানুষ বাসটিতে ভাঙচুর করে। ব্যারেজের টোল প্লাজার প্রতিদিনের যানজটের স্থায়ী সমাধান ও মৃত কিশোরের পরিবারের ন্যায্য বিচারের দাবিতে পথ অবরোধ করে। খবর পেয়ে কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবস্থা সামাল দেয় এবং অবরোধ তুলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গেছে, মৃত কিশোরের নাম জিৎ বিশ্বাস (১৫), দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন ছোট মানার বাসিন্দা। সাইকেল নিয়ে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল জিৎ এমন সময় ব্যারেজের রাস্তায় রং সাইড দিয়ে দুর্গাপুর থেকে বাঁকুড়ার কামারপুকুর গামী একটি বেসরকারি বাস দ্রুত গতিতে এসে জিৎকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই জিৎ মৃত্যু মুখে ঢলে পড়ে। মর্মান্তিক এই ঘটনা দেখে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে বাসটিকে আটকে ব্যাপক ভাঙচুর করে। এবং টোল প্লাজার সামনে নিত্য দিনের ব্যাপক যানজট মুক্ত করতে এবং মৃত কিশোরের পরিবারের প্রতি সুবিচারের দাবিতে পথ অবরোধ করে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধকারীদের আশ্বস্ত করলে পথ অবরোধ উঠে যায়। এবং মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডলের অভিযোগ, দীর্ঘ দিন ধরে ব্যারেজের টোল প্লাজা বন্ধ রয়েছে অথচ ব্যারেজের রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। এরফলেই এদিন পথ দুর্ঘটনায় একটি ছেলের প্রাণ গেল। আমরা পুলিশ ও প্রশাসনের কাছে মৃতের পরিবারের প্রতি সুবিচার ও যানজটের স্থায়ী সমাধান চেয়েছি। পুলিশের আশ্বাস পেয়েই অবরোধ তুললাম আমরা দাবি স্থানীয় কাউন্সিল শশাঙ্ক শেখর মন্ডলের। স্থানীয় কাউন্সিলরের মতো একই দাবি করেন স্থানীয় মানুষজন।