.

পরিযায়ী শ্রমিকদের রাজস্থান থেকে নদীয়া নিয়ে যাওয়ার পথে একটি বাস দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কে ইন্দো-আমেরিকান মোড়ের কাছে বুধবার ভোরে একটি দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়লে ৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে বিধান নগর ফাঁড়ির পুলিশ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিধান নগর ফাঁড়ির পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা বাসের যাত্রীদের সকলকে খাবার দেবার ব্যবস্থা করে। এরপর পৃথক গাড়িতে করে বিধান নগর ফাঁড়ির পুলিশ যাত্রীদের সকলকেই নদিয়া পাঠাবার ব্যবস্থা করে। যাত্রীরা বলেন, ‘ভোররাতে বাসের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েন এতেই বিপত্তি ঘটে।’ দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী চালক দু’জনেই চম্পট দেয়।

Like Us On Facebook