বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়না থানার ধারাণ শিবতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম লোকনাথ হাজরা (২১) ও সুজন হাজরা (২১)। বাড়ি মাধবডিহি থানার নিলুট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান-আরামবাগ ভায়া মুথাডাঙ্গা রোডের ধারাণ শিবতলা এলাকায় বর্ধমান থেকে আরামবাগমুখী বাসের সঙ্গে আরামবাগ থেকে বর্ধমানমুখী বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতরভাবে জখম হন লোকনাথ ও সুজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে রায়না স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Like Us On Facebook