মাঠের মধ্যে এক যুবকের রহস্যজনক ভাবে শুক্রবার সকালে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হল দুর্গাপুরের বিধান নগরের চারশ মোড় ময়দান এলাকায়। জানা গেছে, মৃতের বাড়ি বিধান নগরের ভ্যাম্বে কলোনিতে। নাম মিলন মাজি(৩২)। স্থানীয় মানুষ জানান, শুক্রবার সকালে মিলনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন মিলনকে খুঁজতে খুঁজতে খবর পান স্থানীয় চারশো মোড় ময়দানে একটি অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে আছে। সেখানে এসে মিলন মাজিকে তাঁর বাড়ির লোকজন সনাক্ত করেন বলে জানা গেছে।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় মানুষের অনুমান, হয়তো শীতের সকালে মিলন মাজি আগুন পোহাতে চারশো ময়দানে একটি গর্তে পাতা গাছের ডালপালা জ্বালিয়ে আগুন পোহানোর সময়ে অসাবধানতায় গর্তে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পুলিশ সবদিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।