ভারত-চীন সম্পর্কের উন্নয়নে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে একদল চৈনিক বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনী পদব্রজে কলকাতা থেকে বুদ্ধগয়া যাওয়ার পথে মঙ্গলবার রাতে দুর্গাপুর এসে পৌঁছান।

বুধবার সকালে ১০৮ সদস্যের ওই দলটি ফের দুর্গাপুর থেকে তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। ভারত ও চীনের পাতাকা নিয়ে হেঁটে চলা এই চৈনিক বৌদ্ধ পরিব্রাজকদের দলটি পথ চলতি মানুষের নজর কাড়ে। পদব্রজে বুদ্ধগয়া যাওয়ার পথে এক বৌদ্ধ সন্ন্যাসী বলেন, আমরা দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্যই এই পদযাত্রা করছি।

Like Us On Facebook