দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউসিং-এ নিজের চারতলা আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল বুদবুদ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকার। দুর্গাপুরের অভিজাত এলাকা বিধাননগরের গ্রুপ হাউসিং আবাসনের ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষিকার রহস্য মৃত্যুকে ঘিরে দুর্গাপুরে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম সোমা সামন্ত (৪৫)। বুদবুদ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। মৃতার স্বামীর নাম অমিয় সামন্ত। অমিয়বাবু দুর্গাপুর এনআইটির অধ্যাপক। সোমাদেবী ও অমিয়বাবুর দ্বাদশ শ্রেণিতে পড়া এক সন্তান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোমাদেবী ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সোমাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন মুখ না খুললেও মৃত সোমাদেবীর স্বামী অমিয় সামন্ত স্ত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে বিশদ কিছু বলতে না চাইলেও স্কুলের কাজের অত্যাধিক চাপ ছিল বলে জানান। অমিয়বাবু বলেন সোমাদেবী ডায়াবেটিক রোগী ছিলেন। প্রত্যেকদিন ইনস্যুলিন নিতে হত সোমাদেবীকে। অমিয়বাবু আরও বলেন, ছাদে গিয়ে হয়ত সোমাদেবী মাথা ঘুরে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।
এদিকে পড়শীরা অনেকেই মিশুকে স্বভাবের সোমাদেবীর এই মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেনা না। অনেকে মনে করছেন স্কুলের কোন সমস্যায় দিন দিন মানসিক চাপ বাড়ছিল সোমাদেবীর। পড়শীরা নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে। যদিও স্কুলের পরিচালন কমিটির কর্মকর্তা প্রদীপ ভট্টাচার্য স্কুলে সোমাদেবীর কাজের কোন সমস্যা বা চাপ ছিল না বলে দাবি করেন এদিন। সোমাদেবীর স্কুলের সহকর্মীরাও এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। পুলিশ সবদিক খতিয়ে দেখছে বলে জানা গেছে। শুক্রবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।