বিহার থেকে দাদুর বাড়িতে বেড়াতে এসে ডুবে মৃত্যু ভাই-বোনের। দুর্গাপুরের মেনগেট সংলগ্ন তমলা বস্তি এলাকায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিহারের বাসিন্দা ঋষভ (৫) ও পূজা (৭) সম্পর্কে ভাই-বোন। তারা মায়ের সঙ্গে গতকাল বিহার থেকে দুর্গাপুরে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সকালে খেলতে খেলতে বস্তির পাসে তামলা নালায় পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুই শিশুকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিনের এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা বস্তি এলাকা।
Like Us On Facebook