দুর্গাপুরের আই কিউ সিটি নারায়ণা মাল্টি স্পেশালিটি হাসপাতালে বৃহস্পতিবার ‘বিপিএল’ ওয়ার্ডের উদ্বোধন হল। উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জী। উদ্বোধনী অনুষ্ঠানে দুর্গাপুর নগর নিগমের ২০ নং ওয়ার্ডের পৌরমাতা অনিন্দিতা মুখার্জী, কমিশনার কস্তুরি সেনগুপ্ত সহ হাসপাতালের সমস্ত আধিকারিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
মেয়র অপূর্ব মুখার্জী ও পৌরমাতা অনিন্দিতা মুখার্জী বিপিএল ওয়ার্ড সহ হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখেন। হাসপাতালে ভর্তি বিপিএল কার্ডধারী রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বেড ও জেনেরিক ওষুধ দেওয়া হবে বলে জানা গেছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এই হাসপাতালে হার্ট, কিডনি, ক্যানসার সহ অন্যান্য রোগের চিকিৎসার সুবন্দোবস্ত থাকছে। যারা বিপিএল কার্ড সঠিক সময়ে লিপিবদ্ধ বা নবীকরণ করতে পারেননি তাঁদের জন্যও চিকিৎসার ব্যবস্থা থাকছে হাসপাতালে।
দুর্গাপুর নগর নিগমের ২০ নং ওয়ার্ডের পৌরমাতা অনিন্দিতা মুখার্জী বলেন,”খুব ভাল হাসপাতাল। গরীব মানুষরা আই কিউ সিটি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা পাবে। খুব ভাল উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।”