বাড়িতে না জানিয়ে দুর্গাপুরের গুরুদুয়ারা রোড এলাকা থেকে সোজা বিহারের লক্ষ্মীসরাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এক শিশু। শেষমেষ গান্ধীমোড় এলাকায় পুলিশ বাচ্চাটিকে একা ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে একাই বিহারের লক্ষ্মীসরাইয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

জানা গেছে, বাচ্চাটি দুর্গাপুরে তার কাকা-কাকিমাদের কাছে থাকে। মা-বাবা থাকে বিহারের লক্ষীসরাইয়ে। শনিবার সকালে বাড়ির কাউকে না বলে বাচ্চাটি একাই বেরিয়ে যায়। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষমেষ শনিবার সকালে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে আসানসোল-দুর্গাপুর ট্রাফিক পুলিশ ওই বাচ্চাটিকে উদ্ধার করে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক জানান, গান্ধী মোড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল বাচ্চাটি। ট্রাফিক পুলিশের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করে এবং জানতে পারে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। পরে শিশুটিকে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় ট্রাফিক পুলিশ। পুলিশ ওই শিশুটিকে ফের পরিবারের লোকজনের হাতে ফিরিয়ে দেয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তৎপরতায় খুশি শিশুটির পরিবারের লোকজন সহ স্থানীয় মানুষ।

Like Us On Facebook