শনিবার থেকে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল ৪৭তম জুনিয়র ন্যাশানাল ভলিবল প্রতিযোগিতা। ছেলেদের ২৮টি রাজ্য ও মেয়েদের ২৬টি রাজ্য এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এদিন বিকালে বর্ধমান টাউন হল থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হল ‘ভলির জন্য হাঁটুন’ এই শ্লোগানকে সামনে রেখে। অরবিন্দ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, ১৯৮২ সালের ভলিবলে দ্রোণাচার্য্য পুরস্কার পাওয়া তামিলনাড়ুর জি ই শ্রীধরণ, ভলিবল ফেডারেশন অব ইণ্ডিয়ার সাধারণ সম্পাদক অনিল চৌধুরী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই সাহা প্রমুখ।

Like Us On Facebook